Sudipta Mukherjee's Blog

Saturday, August 19, 2023

ভিঙ্গা ভবন

ভিঙ্গা ভবন 




উত্তর প্রদেশের একটি জেলা শহর হল  কাশী  বা বেনারস।  শহরটি পৃথিবীর অন্যতম প্রাচীন শহর শহরের প্রীতি ইটের গায়ে রয়েছে যেন পুরান, ইতিহাস ও ঐতিহ্যের কথা।  কত ঋষি মনীষী, সাধু-সন্ন্যাসীদের  পদধূলিমাখা একটি শহর। এখানেই দু-দুবার এসেছিলেন ভারতের অন্যতম হিন্দু সন্ন্যাসী, দার্শনিক স্বামী বিবেকানন্দ 

ভিঙ্গা ভবন, বেনারসের ভিঙ্গা ভবন। ১৯০২ সালে স্বামী বিবেকানন্দ যখন শেষবারের জন্য কাশী গিয়েছিলেন তখন এই ভবনে তিনি ভিঙ্গার রাজার আপ্যায়নে গিয়েছিলেন। সেই সময়ে এখানে বসেই সিদ্ধান্ত হয় ভিঙ্গা রাজার আর্থিক সহায়তায় ও স্বামী বিবেকানন্দের একান্ত ইচ্ছায় এবং স্বামী শিবানন্দজীর আন্তরিক চেষ্টায় কাশীতে ০/- টাকা স্বামী বিবেকানন্দের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে যা লাক্সা রোডে গড়ে উঠেছে। দেখগড়ে উঠবে রামকৃষ্ণ অদ্বৈতাশ্রম ও চিকিৎসালয়। পরের দিনই ভিঙ্গার রাজা গোবান্দানন্দজীর হাত দিয়ে ৫০তে দেখতে তা আজ শতবর্ষ পার হয়ে গেছে।



তারিখ : ১৯-০৮-২০২৩


যোগাযোগ : ৯৮৩০৪২০৭৫০


 আমার এই লেখাটি ও ছবিটি  যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার মূল্যবান      মতামত কমেন্টের  মাধ্যমে জানাবেন। পরবর্তী লেখাগুলো  পেতে  ব্লগটিকে ফলো করে রাখুন। 

ছবি : জয়দেব দাস

No comments:

Post a Comment