Sudipta Mukherjee's Blog

Sunday, December 17, 2023

গোমো স্টেশন


গোমো  রেলওয়ে স্টেশন 









হাওড়া ধানবাদ রেলের একটা স্টেশন হল গোমো। যে স্টেশনের ওপর দিয়ে গেলেই মনের মণিকোঠায় অগচরে যে নামটি বার বার উচ্চারিত হয়, শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়, সেটি হল নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম। ১৯৪১ সাল। বাংলার বীর সন্তান তখনও নেতাজী হননি। তিনি কলকাতার বাড়ীতে গৃহবন্দী রয়েছেন। ১৯৪১ সালের ১৭ জানুয়ারি ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে তিনি ভাইপো শিশির বসুকে নিয়ে কলকাতা ছেড়েছিলেন দেশ স্বাধীন করার ব্রত নিয়ে। রাতের অন্ধকারে কুয়াশা ঘেরা পথকে অতিক্রম করে গ্রান্ট ট্রাঙ্ক রোড দিয়ে তাঁদের গাড়ি ছুটেছিল এই গোমো স্টেশনের উদ্দেশ্যে। তারপর, সুভাষচন্দ্র হয়ে গেলেন গিয়াসউদ্দিন। এখান থেকে তিনি ট্রেনে উঠে পড়লেন। চললেন কাবুলের উদ্দেশ্যে কিন্তু তাঁর আর ফেরা হলো না স্বাধীন ভারতে, দেখা হলো না স্বাধীন ভারতের পতাকা উড়তে। সুভাষের সেই স্মৃতি আজও বহন করে চলেছে বর্তমান ঝাড়খন্ডের এই গোমো রেল স্টেশনটি। মহান দেশপ্রেমিকের প্রতি শ্রদ্ধা জানাতে ২০০৯ সালের ২৩শে জানুয়ারী নেতাজীর জন্মদিনে ভারতীয় রেল মন্ত্রক এই স্টেশনের নাম বদল করে। স্টেশনের নাম হয় নেতাজী সুভাষ চন্দ্র বোস স্টেশন।


ছবি : আন্তর্জাল


তারিখ : -১৭-১২-২০২৩


যোগাযোগ : ৯৮৩০৪২০৭৫০


 আমার এই লেখাটি ও ছবিটি  যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার মূল্যবান      মতামত কমেন্টের  মাধ্যমে জানাবেন। পরবর্তী লেখাগুলো  পেতে  ব্লগটিকে ফলো করে রাখুন। 


No comments:

Post a Comment