Sunday, October 10, 2021

হবু আইনজীবীর কাগজের দূর্গা 


- সুদীপ্ত মুখার্জী 





অমুক ধারার তমুক অনুচ্ছেদে লেখা রয়েছে অথবা অমুক অংশের এত নম্বর পৃষ্ঠায় কোনো কেসের কথা বলা রয়েছে। একজন আইন পড়ুয়ার এইসব পড়তে পড়তে যখন একঘেয়েমি লাগে তখন তার মনটা  অবশ্যই  চায় একটু আনন্দে ভাসতে, একটু ঘুরে আসতে অথবা কোনো শিল্পকর্মের মধ্যে নিজেকে জড়িয়ে নিতে।  আজ আমি এমনই এক ছাত্রের কথা আপনাদের বলবো। জলপাইগুড়ি নিবাসী আইন পড়ুয়া ছাত্র কুণাল বিশ্বাস। হরপ্রসাদ ও বুলা দেবীর কনিষ্ঠ সন্তান কুণাল। প্রথাগতভাবে আঁকা বা ভাস্কর্যের কোনোরূপ শিক্ষা সে কোনোদিন পায়নি, অথচ তার শিল্প নৈপুণ্যতা সকলকে মুগ্ধ করে দিচ্ছে। 

তার পিতা জলপাইগুড়িতে একটি মোটর ড্রাইভিং স্কুলের কর্ণধার। কুণাল ছোটবেলা থেকে দেখে এসেছে তার পিতা হরপ্রসাদ বাবুকে  তার দিদির স্কুলের নানারকম আঁকা ও কর্মশিক্ষার বহুরকম জিনিস তৈরী করে দিতে। সেই বাচ্চা বয়স থেকেই এই ধরণের শিল্প কর্মের ওপর তার একটা ঝোঁক জন্মায়।  বাবার কাছে তার হাতেখড়ি হয়।  সে ছোটবেলা থেকেই আঁকা, মাটি ও প্লাস্টার অফ প্যারিস দিয়ে নানান রকম মডেল তৈরী করতো। প্রথম দিকে শিল্পের প্রতি তার ভালোবাসা ও আগ্রহ জন্মায় পরে ধীরে ধীরে সে তার শখকে নেশায় পরিণত করে।  এই ব্যাপারে অবশ্য সে বরাবর পরিবারের সহায়তা পেয়ে এসেছে। বাবার প্রশ্রয়েই বয়সের সাথে সাথে শিল্পের প্রতি তার আকর্ষণ বাড়তে থাকে। ২০১৮ সালে সে মাটি দিয়ে একটা বড় সরস্বতীর মূর্তি বানায়।  তারপর থেকে সে প্রতিবছর দেবী সরস্বতীর মূর্তি বানাতে থাকে।  
 

এইভাবে চলতে চলতে সে কাগজ দিয়ে মূর্তি বানানোর কথা ভাবে। যেমন ভাবা তেমন কাজ।  আর্ট পেপার, ভেলভেট পেপার, মার্বেল পেপার ও সংবাদপরের নিউজ  প্রিন্ট  ব্যবহার করে দূর্গা প্রতিমা বানিয়ে গতবছর সে সবাইকে তাক লাগিয়ে দেয়। ফয়েল পেপার  দিয়ে সে মায়ের হাতের নানারকম অস্ত্র তৈরী করে।  মায়ের গহনা তৈরী করার জন্য অবশ্য সে চুমকি, পুঁথি, কাপড় ও কাগজ ব্যবহার করেছে। তার কাগজের মূর্তি দেখে পরিবারের সবাই, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী সকলে তাকে অভিনন্দনে ভরিয়ে তোলে। তাকে আরো এগিয়ে যাওয়ার জন্য নানাভাবে তারা আরো উৎসাহ দিতে থাকে।  আইনের  কচকচালির ফাঁকে শিল্পকর্ম তার চলতে থাকে।  ইতিমধ্যে কুণাল তার কাগজের মূর্তির ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে। তার মূর্তি দেখে সকলে খুব তারিফ করেছে। এবছর সে বাংলার রাজবাড়ীর আদলে ঠাকুরদালান এবং বীরভুম ও বাঁকুড়া জেলার পটচিত্রের মতো কাগজের সাহায্যে দেবী দুর্গার মূর্তি বানায়।  তার এই মূর্তিটিও  যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। 



হবু আইনজীবীর শিল্পকর্ম আরও এগিয়ে যাক।  সে ভবিষ্যতে একজন প্রকৃত শিল্পী হয়ে উঠুক এই কামনা করি।  আদালতের আইনি জেরার সাথে চলুক তার শিল্পকর্ম।  তার শিল্প নৈপুণ্যতা শুধু জেলা নয় তা  ছড়িয়ে পড়ুক দেশ থেকে দেশান্তরে।  


তারিখ : ১০-১০-২০২১

যোগাযোগ : ৯৮৩০৪২০৭৫০





 আমার এই লেখাটি ও ছবিটি  যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার মূল্যবান      মতামত কমেন্টের  মাধ্যমে জানাবেন। পরবর্তী লেখাগুলো  পেতে  ব্লগটিকে ফলো করে রাখুন। 




No comments: