Monday, January 28, 2019

সূচনা Introduction


সূচনা 






আমি সুদীপ্ত অর্থাৎ সুদীপ্ত মুখার্জী। ছোটবেলা থেকেই গান শোনায় , খেলা-ধুলায় ও সামান্য বই পড়ায় আগ্রহ ছিল। বড় হওয়ার পর বই পড়ার নেশাটা কিছুটা কমে গিয়েছিল, কিন্তু গান শোনার আগ্রহটা তখনকার মতো এখনো রয়েছে। তার সাথে ছবি তোলার একটা নতুন নেশা যোগ হয়েছে। এই নেশাটা দিন কে দিন বেড়েই চলেছে। ছবি তোলার জন্য এদিক-সেদিক ঘোরাঘুরি করতে করতে বহু ঐতিহাসিক নিদর্শনের মুখোমুখি হতাম। ছবিগুলোকে আমার ফেসবুকের পাতায় দিতাম। ছবিগুলোর ঐতিহাসিক নিদর্শনগুলোর সম্বন্ধে অনেকেরই জানার কৌতহল ছিল, যা আমায় বেশ আগ্রহের সৃষ্টি করতো। পরবর্তীকালে ফেসবুকেই ছবির সাথে সেই ছবির সম্বন্ধে কিছু লেখার চেষ্টা করতাম। এই ছবি ও লেখাগুলো অনেকেরই পছন্দ হতো, তবে বেশিরভাগের হয়তো ভালো লাগতো না। যাদের পছন্দ হতো তারা তাদের মহামূল্যবান মতামত জানাতো। শুধু মতামত নয়, তাদের অনেকেই আমায় ফোন করে অনুপ্রেরণাও দিত। এইভাবে চলতে চলতে আমি আমার ফেসবুকেই "রতনের ছেঁড়া পাতা " নামে লেখা-লেখির জন্য একটা পাতা খুললাম। এখানে লেখার সাথে ছবিও দিতে আরম্ভ করলাম। কিন্তু তাতে একটা সমস্যা দেখা দিল। কোনো লেখার সাথে যদি একের অধিক ছবি থাকতো, তখন একটা ছবির সাথেই লেখাটা আসতো , বাকি ছবিগুলো লেখার থেকে আলাদা হয়ে যেত। এই ব্যাপারটা আমার নিজের একদমই পছন্দ হচ্ছিল না, বন্ধুদেরও বুঝতে অসুবিধা হচ্ছিল। অনেক বন্ধু আমায় একটা ব্লগ খুলে লেখার কথা বলত। ব্লগ খোলার খুব একটা ইচ্ছে আমার কোনোদিনই ছিল না। যাই হোক, বন্ধুদের কথা রাখতে ও কিছুটা বাধ্য হয়েই এই ব্লগটা খুলে ফেললাম। এই ব্লগ খোলার ব্যাপারে আমার এক ছোট ভাই শ্রী সুজিত সার্ক আমায় খুব সাহায্য করেছে। সে ছাড়া হয়তো ব্লগ খোলার কথা ভাবতেই পারতাম না। তাকে আমার তরফ থেকে অজস্র ধ্যনবাদ জানালাম। এই ব্লগে আমি যা লিখব তা সম্পূর্ণ বাংলা ভাষায় লিখব। আমি আপনি যে ভাষায় কথা বলি সেই ভাষায় অর্থাৎ চালু ভাষাই ব্যবহার করবো আমার লেখায়। ব্লগটিকে আমি পাঁচটি ভাগে ভাগ করেছি। ১) ভ্রমণ , ২) কলকাতা , ৩) ব্যক্তি/স্মরণে , ৪) অন্যান্য আর ৫) আলোকচিত্র ১) ভ্রমণ - ভ্রমণ বাঙালি জীবনের একটা অঙ্গ। সুযোগ পেলেই বেড়াতে বেড়িয়ে পরে ভ্রমণপিপাসু বাঙালি। তা সে দু-একদিনের ছুটি নিয়ে হোক বা লম্বা ছুটি নিয়ে হোক। দু-তিনদিনের ছুটি পেলেই চলে যায় পশ্চিমবঙ্গের সমুদ্রতীরে, নয়তো পাহাড়ের শৈত্যতা অনুভব করতে অথবা কেউ কেউ আবার বনাঞ্চলকেও উপভোগ করতে দৌঁড়ায়। আর লম্বা ছুটি পেলে তো কথাই নেই চলে যায় দেশের বিভিন্ন প্রদেশে বা বিদেশে। আমার এই ভ্রমণের পাতায় আমি আপনাদের একটু ভ্রমণের স্বাদ দেওয়ার চেষ্টা করবো। ২) ব্যক্তি / স্মরণে - এই পাতায় আমি আপনাদের নামি-অনামী ব্যক্তিত্বের কথা ও তাদের কৃতিত্বের কথা বলার চেষ্টা করবো। তাদের জীবন কাহিনীও তুলে ধরবো। এছাড়া বিশিষ্ট ব্যক্তিত্বদেরও শ্রদ্ধার সাথে স্মরণ করবো। ৩) কলকাতা - এই পাতায় আমি কলকাতার দ্রষ্টব্যস্থানগুলোকে ধরার চেষ্টা করবো।এছাড়া কলকাতার ইতিহাস, পুরোনো দিনের কথা ও হারানো ঐতিহ্য়ের গল্পও জানাবো। অর্থাৎ কলকাতা বিষয়ক সব তথ্যই আস্তে আস্তে দেওয়ার চেষ্টা চালিয়ে যাবো। ৪) অন্যান্য - এই পাতায় আমি নানারকম লেখা লিখব। কোনো সাধক -সাধিকার অলৌকিক ঘটনাবলী যেমন থাকবে তেমন রাজা বা জমিদারদের জমিদারির কথাও উঠে আসবে। মন্দির, মসজিদ যেমন থাকবে তেমন গির্জার কথাও বলবো। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-পার্বনও আমার লেখা থেকে বাদ যাবে না। ৫) আলোকচিত্র - এই পাতায় আমি আমার তোলা নানারকম ছবি দিয়ে সাজাবো। যাইহোক, আমার এই লেখা ও ছবি যদি আপনাদের ভালো লাগে বা না লাগে সবটাতেই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমায় জানাবেন। আমার ভুল-ত্রূটিগুলো অবশ্যই আমায় জানাবেন। আমার পরবর্তী লেখাগুলো পড়ার জন্য ওপরের নীল রঙে লেখা FOLLOW কথাতে ক্লিক করুন

আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমায় ফোন করতে পারেন ৯৮৩০৪ ২০৭৫০ এই নাম্বারে। এছাড়া skygen.kol@gmail.com এই ঠিকানায় আপনার বক্তব্য জানাতে পারেন।